ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন ৭১৫টি গ্রহ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
নতুন ৭১৫টি গ্রহ আবিষ্কার

ঢাকা: নতুন ৭১৫টি গ্রহ আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাসা আমাদের সৌরজগতের বাইরের এসব গ্রহের অবস্থান শনাক্ত করেছে।



গ্রহগুলোর ৯৫ শতাংশ আমাদের সৌরজগতের নেপচুন গ্রহের চেয়ে ছোট। নেপচুন ব্যাসের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম ও ভরের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ।
নতুন গ্রহগুলোর মধ্যে চারটি আমাদের পৃথিবীর ব্যাসার্ধের আড়াই গুণ ছোট এবং এ গ্রহগুলো ‘বসবাসের যোগ্য অঞ্চলে’ তারা তাদের নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এসব গ্রহের নক্ষত্রের চারপাশে পানি তরল অবস্থায় থাকে।

নতুন গ্রহগুলো ৩০৫টি নক্ষত্রকে প্রদক্ষিণ করে অর্থাৎ একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে একাধিক গ্রহ।

এর আগে সৌরজগতের বাইরে ২৪৬টি গ্রহের সন্ধান দিয়েছিল কেপলার টেলিস্কোপ। নতুন ৭১৫টিসহ এ সংখ্যা দাঁড়ালো ৯৬১টিতে।

নাসার অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের ডগলাস হাজিন বলেছেন, একসঙ্গে এতোগুলো গৃহ আবিষ্কারের কথা আগে কখন ঘোষণা করা হয়নি। দ্বিতীয়ত, আমাদের সৌরজগতের মতো একটি নক্ষত্রকে ঘিরে বহু গ্রহের প্রদক্ষিণ বোঝা যায় গ্রহের প্রদক্ষিণ ব্যবস্থা একই ধরনের।

তিনি আরও বলেছেন, কেপলারের পাঠানো তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নেপচুনের মতো বড় গ্রহ থেকে শুরু করে পৃথিবীর মতো ছোট গ্রহের আধিক্য আমাদের ছায়াপথে রয়েছে।

শত শত আলোক বর্ষ দূরে কনস্টালেইশন লিরার নক্ষত্রগুলোকে প্রদক্ষিণকারী পৃথিবী সদৃশ গ্রহ শনাক্তে ২০০৯ সালে মহাকাশে কেপলার টেলিস্কোপ পাঠায় নাসা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।