ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বয়স্ক বাবাদের সন্তান কম বুদ্ধিমান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
বয়স্ক বাবাদের সন্তান কম বুদ্ধিমান!

ঢাকা: বয়স্ক বাবাদের সন্তানরা কম বুদ্ধিমান হয়। তাদের প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন হওয়ার ঝুঁকিও অনেক বেশি!

৪৫ বছরে কোনো ব্যক্তি বাবা হলে তারা সন্তানের প্রতিবন্দ্বী হওয়ার সম্ভাবনা ৩০ এ পাঁ দেওয়ার আগের বয়সীদের সন্তানের চেয়ে সাড়ে তিনগুণ বেশি।


জামা সাইকিয়াট্রি জার্নালে (JAMA Psychiatry journal) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনই বলা হয়েছে।

গবেষকেরা সর্তক করেছে, বাবা-মায়ের বেশি বয়সী শিশুর বিভিন্ন শারীরিক ও সামাজিক সমস্যার কারণ হতে পারে।

সাম্প্রতিক এক গবেষণায় সুইডেন ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত জন্ম নেওয়া ব্যক্তিদের ওপর জরিপ চালানো হয়েছে। বাবার বয়স বিবেচনায় নিয়ে শিশুদের
অটিজম, বাইপোলার ডিজঅর্ডার, মনোযোগহীন এবং শিক্ষায় পারদর্শী না হওয়ার ঝুঁকির বিষয়টি দেখা হয়েছে। বাবার বয়স বিবেচনায় ভাই-বোনদের, চাচাত ভাই-বোন ও প্রথম চাচাত ভাই-বোনের বয়সও তুলনা করা হয়েছে।

গবেষকেরা সিদ্ধান্ত দিয়েছেন, ২০ থেকে ২৪ বছর বয়সী বাবার চেয়ে ৪৫ বছর বয়সী বাবার সন্তানদের সাড়ে তিনগুণ বার অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আত্মহত্যার চেষ্টা চালানোর প্রবণতা অন্যদের চেয়ে দ্বিগুণ থাকতে পারে বয়সী বাবার সন্তানদের।

এর আগের গবেষণায় দেখা গিয়েছিল, তরুণ বাবাদের সন্তানদের চেয়ে ৫০ বা ৫০ ঊর্ধ্ব বাবাদের সন্তানদের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ। অনেক গবেষক এর জন্য মায়ের বয়সকেও দায়ী করেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।