ঢাকা: আহা! ফেব্রুয়ারির মতো যদি বছরের অন্য মাসগুলো হতো। ভাবছেন কোনো কারণ ছাড়াই কথাটা বলা! একদমই না, বিষয়গুলো অপনিও জানেন, শুধু সামনে তুলে ধরা।
বছরের অন্য মাসগুলোর চেয়ে ফেব্রুয়ারি সবচেয়ে সেরা হওয়ার পেছনে কারণগুলো হলো-
চাকরিজীবীদের জন্য কম কষ্টের। কেননা ২৮ দিনে মাস হওয়ায় এ মাসে কাজও করতে হচ্ছে ২-৩ দিন কম (লিপইয়ার বাদে), আর বেতনও পাচ্ছেন আগে আগেই।
তবে এ দু’তিন দিনের বাড়তি টাকা খরচের জন্যও আছে উপলক্ষ। কারণ মাসের মাঝামাঝি দিনটি অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে!
বসন্ত শুরু হওয়ায় মাসটি পিকনিকের জন্যও সবার কাছের প্রিয়। কারণ এর পরই শুরু হয়ে যাবে গরম।
সব শেষ বিষয়টি অবশ্য নারীদের জন্যই। মৌসুমের শেষ দিক হওয়ায় পোশাক প্রতিষ্ঠানগুলোর ছাড় দেওয়ায় বেড়ে যায় ক্রেতাদের আগ্রহ। আর কেনাকাটা মানেই মনে আনন্দ, ফূর্তি।
ফেব্রুয়ারি বছরের দ্বিতীয় মাস হলেও এতো সব উপলক্ষের কারণে সারা বছরই যাতে এমন আমেজ থাকে সেরকমই প্রত্যাশা থাকে সবার।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪