ঢাকা: ভারতের ছত্রিশগড়ে মাওবাদীদের হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই পুলিশ।
শুক্রবার ছত্রিশগড়ের বাসটার এলাকায় একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা। নিহতদের মধ্যে ভিভেক শুকলা নামে পুলিশের একজন উপ-পরিদর্শক রয়েছেন।
মাওবাদীরা পুলিশের মোটরসাইকেল আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। পরে হতাহত পুলিশদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পরই হামলাকারীদের খুঁজতে দ্রুত এলাকাটিতে বাড়তি পুলিশ পাঠানো হয়।
বাংলাদেশ সময় ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪