ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
বাহরাইনে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

ঢাকা: বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।



শুক্রবার ভোররাতে মানামার মাখারকায় শ্রমিকদের আবাসস্থল দোতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিন শ্রমিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- কুমিল্লার বুড়িচংয়ের মোশারফ হোসেন (পিতা- নাজির আহমেদ) ও আবু জালাল। বাকি একজনের নাম জানা যায়নি। এছাড়া, নিহত কোনো শ্রমিকেরই বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের পরিচালক নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, ভবনটিতে আনুমানিক ৫০-৬০ বাংলাদেশি বসবাস করছিলেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আলী আকবর ও  দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ঘটনাস্থল, স্থানীয় থানা ও নিকটস্থ হাসপাতাল পরিদর্শন করেছেন। আহত দুইজনকে প্রাথমিক চিকি‍ৎসা দেওয়া হয়েছে।

এছাড়া, বিস্তারিত তথ্য পাওয়া মাত্র সংবাদ মাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ার খবর জানিয়ে সিভিল ডিফেন্সের পরিচালকের উদ্ধৃতি দিয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, শুক্রবার ভোর ২টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর এলে ২টা ৪২ মিনিটেই ঘটনাস্থলে উপস্থিত হয় সিভিল ডিফেন্সের একটি দল। পার্শ্ববর্তী কোনো ভবনে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

নিরাপত্তা ঘাটতির কারণে ভবনটির প্রথম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলেও জানানো হয় দেশটির সরকারের পক্ষ থেকে।

১৯৭৬ সালে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশটিতে দুই লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।