ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানী বাহিনীর হামলায় ১২ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

কাহার: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে পৃথক দুটি ঘটনায় দুজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

খবর এএফপির।

পাকিস্তানের মোহমান্দের আদিবাসী জেলায় দেশটির সেনাবাহিনীর অভিযান এবং হেলিকপ্টার হামলায় ১০ জঙ্গি নিহত হন।

পাশ্ববর্তী বাজায়ুর জেলার প্রশাসনিক প্রধান জাকির হোসেন আফ্রিদি বলেন, ‘ইনজারে গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১০ জঙ্গি নিহত হয়েছেন। জঙ্গিদের গোপন আস্তানায় এসময় হেলিকপ্টার থেকে মর্টার ও বন্দুক হামলা চালানো হয়। ’

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারাও হামলা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাহারের বাইরে অপর একটি ঘটনায় এক আত্মঘাতী হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হয়ে আরেক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেন বলে আফ্রিদি এবং তার সহকারী প্রধাস মোহাম্মদ জামিল জানান।

এ বিষয়ে জামিল বলেন, ‘কাহার থেকে পাঁচ কিলোমিটার দূরের সারামাইন গ্রামে বোমা হামলাকারীরা নিহত হন। ’

২০০৮ সালের আগস্টে পাকিস্তানের সেনাবাহিনী প্রথম বাজায়ুর গ্রামে অভিযান চালায়। এর পর থেকে সেখানে ক্রমেই মুসলিম জঙ্গিদের দাপট কমে আসছে বলে দাবি করে দেশটি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।