ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৩

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লঘার প্রদেশে বিস্ফোরক দ্রব্যভর্তি গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ শিশুসহ ছিল।

তবে বাকি ৯ জনই বিদ্রোহী ছিল।

রোববার প্রদেশের গভর্নরের মুখপাত্র দিন মোহাম্মদ দারওয়েশ সংবাদ মাধ্যমকে এ কথা জানান।

তিনি জান‍ান, সম্ভবত আফগান জঙ্গিরা নিজেদের বিস্ফোরকেই নিজেরা নিহত হয়েছে। তবে বিস্ফোরক ভর্তি গাড়িটি কোনো সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনার তদন্ত চলছে।    

এলাকাটি তালেবান অধ্যুষিত এবং সাংবাদিকদের জন্য খুবই বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিতি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।