ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আদালতে হামলায় বিচারকসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
পাকিস্তানে আদালতে হামলায় বিচারকসহ নিহত ১১

ঢাকা: পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালতে বোমা হামলায় একজন বিচারকসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।



প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা কোর্ট প্রাঙ্গণে এলোপাথাড়ি গুলি ও পরপর দু’টি আত্মঘাতী বোম‍া বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় তারা আদালত থেকে ‘সন্ত্রাসী’ ছিনিয়ে নেয়।

এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।