ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ওবামার সতর্কবাণী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
নেতানিয়াহুকে ওবামার সতর্কবাণী

ঢাকা: শান্তিচুক্তির বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি না করলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গন থেকে থেকে ছিঁটকে পড়বে বলে জানিয়েছেন ওবামা।

 

সোমবার হোয়াইট হাউজে ওবামার সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠককে সামনে রেখে ব্লুমবার্গ নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিচুক্তির ব্যাপারে সময় ঘনিয়ে আসছে, তাই নেতানিয়াহুর এখন সময় সংক্ষেপ করা উচিত।

দখলকৃত পশ্চিমতীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে ফিলিস্তিন কর্তৃক আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যাওয়ার হুমকি এবং শান্তি আলোচনার প্রচারণা বন্ধের হুমকির কথা উল্লেখ করে ওবামা বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরাইলের বিষয়ে আন্তর্জাতিক মতামতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ক্ষমতা সীমিত হয়ে যাবে।

তিন বছর পর গত জুলাই মাসে ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের শুরু হওয়া শান্তি আলোচনার কোন অগ্রগতি হয়‍নি। তাই আগামী ২৯ এপ্রিলের মধ্যে কয়েক দশকের পুরনো সংঘাত মেটাতে একটি চুক্তিতে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাবে ওয়াশিংটন। তবে ওই তারিখের পরেও রূপরেখা চুক্তির মূল বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়।

এদিকে নেতানিয়াহু চাইছেন, সোমবারের বৈঠকে ইরানের বিতর্কিত পরমাণু কর্সূচির বিষয়কে আলোচনায় প্রাধান্য দিতে।

শান্তি চুক্তিতে ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিন নামে আলাদা রাষ্ট্রের কথা বলা হয়। বলা হয়, দুই দেশের সীমানা ও জেরুজ‍ালেমের মর্যাদা নির্ধারণের বিষয়টি।

তবে ইসরাইলের দাবি, ইহুদি রাষ্ট্র হিসেবে তাদের স্বীকৃতি দিতে হবে। অপরদিকে ফিলিস্তিন বলছে, তাদের যেসব শরণার্থী রয়েছে, সবাইকে পুরনো জন্মভূমি ইসরাইলে ফেরত আসার অনুমোদন দিতে হবে। পাশাপাশি পশ্চিম তীরের নিরাপত্তার ব্যাপারেও ছাড় দিতে নারাজ ফিলিস্তিনিরা।  

এ ব্যাপারে আগামী ১৭ মার্চ হোয়াইট হাউজে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ওবামার।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, ৩ মার্চ, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।