ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ার মন্ত্রিসভা থেকে বেন আলির অনুগতদের অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
তিউনিসিয়ার মন্ত্রিসভা থেকে বেন আলির অনুগতদের অপসারণ

তিউনিস: তিউনিসিয়ার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে রদবদল করা হয়েছে। ব্যাপক বিক্ষোভের মুখে বৃহস্পতিবার সরকারের মধ্যে এ রদবদলের ঘোষণা দেওয়া হয়।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ ঘানৌচি বহাল আছেন। খবর আলজাজিরা ও এএফপির।

মোহাম্মদ ঘানৌচিই মূলত অন্তর্বর্তীকালীন সরকারে পরিবর্তন করেন। এক্ষেত্রে সরকারের পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এসব মন্ত্রীরা সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলির অনুগত ছিলেন।

বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মন্ত্রিসভার রদবদল সম্পর্কে ঘানৌচি বলেন, ‘দেশের রাজনৈতিক ব্যবস্থাকে গণতন্ত্রে রূপান্তরের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অস্থায়ী এ সরকার গঠন করা হয়েছে। ’

‘এর প্রধান লক্ষ্য একটি নির্বাচনের আয়োজন করা যেখানে জনগণের স্বাধীনভাবে প্রার্থী নির্বাচনের সুযোগ আছে। ’

ঘানৌচির পূর্বের পদে বহাল থাকা সম্পর্কে তিনি বলেন, দেশের সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির এ সময়ে তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন। ঘানৌচি বেন আলির সরকারেও গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন।

গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার পরিবর্তিত তিউনিসিয়ার নতুন সরকারে মূলত পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী পদে সাবেক প্রধান বিচারক ফারহাত রাজহিকে, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চিকিৎসক আব্দেলকরিম জাবিদিকে এবং  পররাষ্ট্রমন্ত্রী পদে কামেল মোরজেইনের জায়গায় আহমেদ ওনাইসকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ওনাইস মস্কো ও নয়াদিল্লিতে তিউনিসিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

বৃহস্পতিবার প্রতিবাদকারীরা তিউনিসে পুলিশের নিরাপত্তা বেষ্টনি গুড়িয়ে দেন এবং নতুন গঠিত সরকার থেকে বেন আলির অনুসারীদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।

সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা পরামর্শের পর মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।