ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৬১ বছর পর বানান সংশোধন নিউইয়র্ক টাইমসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
১৬১ বছর পর বানান সংশোধন নিউইয়র্ক টাইমসের

ঢাকা: ১৬১ বছর আগে ছাপানো একটি ভুল বানানের সংশোধনী দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।

অস্কার জয়ী ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’ চলচ্চিত্র নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষকে এ ভুল ধরিয়ে দিয়েছে।



যে কৃষ্ণাঙ্গের জীবনী নিয়ে ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’ নির্মিত তার নাম নিউইয়র্ক টাইমসের ১৮৫৩ সালের ২০ জানুয়ারি সংখ্যায় ভুলভাবে লেখা হয়েছিল।
সলোমন নরথুপের (Solomon Northup) সারনেইম নরথ্রোপ (Northrop)ও নরথ্রুপ (Northrup) লেখা হয়েছিল।

মঙ্গলবার তার নামের সংশোধনী দেওয়া হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, ‘নরথুপকে নিয়ে নিবন্ধে তার সারনেইম (বংশনাম) ভুল করে ‘নরথ্রোপ’ লেখা হয়েছিল। ওই নিবন্ধের শিরোনামেও ভুল করে লেখা হয়েছিল ‘নরথ্রুপ’।

আর্কাইভে পত্রিকা ঘাটতে ঘাটতে এ ভুল চোখে পড়লে এক ব্যক্তি নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

নরথুপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেছিলেন। সেসময় যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিদ্যমান ছিল। ১৮৪১ সালে স্থানীয়ভাবে নামী এ গায়ককে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অন্য এলাকায় এনে বিক্রি করে দেন মানব পাচারকারীরা। মুক্তি লাভের আগ পর্যন্ত লুইজিয়ানায় তাকে ১২ বছর কৃতদাসের জীবন কাটাতে হয়।

সলোমন নরথুপের মর্মস্পর্শী এ কাহিনী নিয়ে নির্মিত ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’-র শোকেজে রোববার উঠেছে বিশ্বের চলচ্চিত্র জগতের সবচেয়ে নামী পুরস্কার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।