ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলা থেকে পানামার রাষ্ট্রদূত বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
ভেনিজুয়েলা থেকে পানামার রাষ্ট্রদূত বহিষ্কার

ঢাকা: ভেনিজুয়েলা থেকে পানামা রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও তিনি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।



আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কর্মকর্তাদের ভেনিজুয়েলা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। তবে তদের নাম জানা যায়নি।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পানামার সঙ্গে সব ধরনরে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণার একদিনের মাথায় এ সিদ্ধান্ত আসলো।

ভেনিজুয়েলায় সরকার বিরোধী আন্দোলনে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানায়।

এর আগে বৃহস্পতিবার পানামার সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী কারাকাসে ল্যাটিন ‍আমেরিকার রাষ্ট্র প্রধানদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী কারাকাসে ল্যাটিন ‍আমেরিকার রাষ্ট্র প্রধানদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

এদিকে, ভেনিজুয়েলার এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেল্লি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মার্টিনেল্লি লেখেন, পানামা কেবল আশা করে দেশটিতে (ভেনিজুয়েলা) শান্তি ফিরে আসুক এবং গণতন্ত্র শক্তিশালী হউক।

গত তিন সপ্তাহে ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

সরকারের উচ্চ মাত্রার দুর্নীতি, মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের সরবরাহের ঘাটতির কারণে ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।