ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৫৬ বছর বয়সে বাবা হলেন হামিদ কারজাই!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
৫৬ বছর বয়সে বাবা হলেন হামিদ কারজাই!

ঢাকা: ৫৬ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

মঙ্গলবার ভারতের গুরগাঁওয়ের ফরটিস মেমোরিয়াল রিচার্স ইনস্টিটিউটে কারজাই ও আফগান ফার্স্ট লেডির তৃতীয় এ সন্তানের জন্ম হয়।



এদিকে, বুধবার এক ঝটিকা সফরে মেয়ে ও স্ত্রীকে দেখতে হাসপাতাল আসেন হামিদ কারজাই। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ কথা জানায়।

ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত সাঈদা মোহাম্মদ আবদালী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দু’জনই ভালো আছেন।

বুধবার কলম্বো যাওয়ার আগে এক ঝটিকা সফরে নয়াদিল্লি আসেন হামিদ কারজাই। এসময় প্রেসিডেন্ট স্ত্রী ও সদ্য ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে বেশ আনন্দময় সময় কাটান।

হাসপাতাল সূত্র জানায়, গত সপ্তাহে হামিদ কারজাইয়ের স্ত্রী জিনাত কারজাইকে দিল্লির ওই হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় তারা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।

কারজাই দম্পতির আরও দুই সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।