ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যাবজ্জীবনপ্রাপ্ত সাবেক তুর্কি সেনা প্রধানের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
যাবজ্জীবনপ্রাপ্ত সাবেক তুর্কি সেনা প্রধানের মুক্তি

ঢাকা: সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত তুরস্কের সাবেক সেনাপ্রধান ইলকার বাসবাগ কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

তুরস্কের সাংবিধানিক আদালতে ইলকার বাসবাগের সাজা স্থগিত হওয়ার একদিন পর স্থানীয় একটি আদালতের নির্দেশে মুক্তি পান সাবেক এই সেনা প্রধান।



তুরস্কের ইস্তাম্বুল নগরের নিকটবর্তী সিলিভরি কারাগারে ২৬ মাস কারাভোগের পর মুক্তি পান তিনি।

শুক্রবার ছাড়া পাওয়ার সময় কারাগারের সামনে জড়ো হন তার কয়েকশ’ সমর্থক ।
 
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তুরস্কের সেনা প্রধান ছিলেন ইলকার বাসবাগ।

তুরস্কের বর্তমান সরকারকে ক্ষমতায় থেকে উচ্ছেদের লক্ষ্যে ‘এরগেনেকন’ নামে পরিচিত একটি গোপন নেটওয়ার্কের নেতৃত্ব দেয়ার অভিযোগে তিনি অভিযুক্ত হন। তবে জেনারেল বাসবাগ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

ধারণা করা হয় তুরস্কের স্যেকুলার ও উগ্র জাতীয়তাবাদী একদল সামরিক বেসামরিক লোক ‘এরগেনেকন’ নেটওয়ার্কের সঙ্গে জড়িত। তুরস্কের বর্তমান ইসলামপন্থি সরকারকে উৎখাত করে ধর্ম নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।  

চলতি বছরের শুরুতে সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায়ে সাজাপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের পুনরায় বিচারের আহ্বান জানায় তুরস্কের সামরিক বাহিনী। তাদের সমর্থন দেয় বিরোধী দলগুলোও।

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নিজ দলে কিছুটা বেকায়দায় থাকা প্রধানমন্ত্রী এরদোগানও পুনরায় বিচারের প্রস্তাবকে সমর্থন দেন। এর প্রেক্ষিতেই প্রসারিত হয় সাবেক সেনাপ্রধান ইলকার বাসবাগের মুক্তির পথ।
 
ইসলামপন্থি একে পার্টি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তুরস্কের ক্ষমতায়। ক্ষমতায় এসেই তারা তুরস্কের রাজনীতিতে প্রভাবশালী সেনাবাহিনীর কর্তৃত্ব হ্রাস করার পদক্ষেপ গ্রহণ করে।

প্রথম বিশ্বযুদ্ধের পর অটোম্যান খেলাফতের পতনের পর মোস্তফা কামাল আতার্তুক আধুনিক স্যেকুলার তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। আধুনিক তুরস্কের অভিভাবক হিসেবে নিজেদের বিবেচনা করে থাকে সেনাবাহিনী। এর আগেও তারা বেশ কয়েকবার তুরস্কের নির্বাচিত সরকারকে উৎখাত করে পছন্দের সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।