ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ বিমান নিয়ে রহস্য তুঙ্গে; বিধ্বস্ত না ছিনতাই?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
নিখোঁজ বিমান নিয়ে রহস্য তুঙ্গে; বিধ্বস্ত না ছিনতাই?

ঢাকা: ‘নিখোঁজ’ নাকি ‘বিধ্বস্ত’। শনিবার ভোর থেকে নিখোঁজ হওয়ার পর মালয়েশীয় উড়োজাহাজটি নিয়ে দিনভর পাল্টাপাল্টি বক্তব্য প্রচারে এমন দ্বিধা-দ্বন্দ্বেরই সৃষ্টি হয়।

রোববার সকাল পর্যন্তও ‘নিখোঁজ’ ২৩৯ জন যাত্রীবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ বিমানটির খোঁজে তল্লাশি চলছিল।

শনিবার দিনের শেষে থাইল্যান্ড উপসাগরের প্রবেশমুখে দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়া ও ভিয়েতনামের জলসীমায় ২০ কিলোমিটার দীর্ঘ তেলের রেখা চিহ্নিত হয়েছে জানিয়ে এটাকে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার প্রমাণ বলে দাবি করে ভিয়েতনামের সিভিল অ্যাভিয়েশন বিভাগ। তবে, রোববার সকাল পর্যন্তও এই দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ দিতে পারেনি তারা।

এমন ঘোলাটে পরিস্থিতিতে রহস্যের নতুন মাত্রা যোগ করেছে ‘নিখোঁজ’ উড়োজাহাজে দু’টি চোরাই পাসপোর্ট ব্যবহারের তথ্য।

যান্ত্রিক ত্রুটি, চালকের ভুল, বিরূপ আবহাওয়াসহ বিভিন্ন দিক পর্যালোচনা করে বিমানটির সবশেষ অবস্থান জানতে নিরলস প্রচেষ্টা চললেও চোরাই পাসপোর্ট ব্যবহারের খবরটিই এখন রহস্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বিমান নিয়ে অপরাধীদের ঘৃণ্য খেলার আশঙ্কাও প্রকাশ করেছেন। এক্ষেত্রে বিমানটির ছিনতাই হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে, ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুবাহী বিমানটির ভাগ্যে আসলে কী ঘটেছে সে রহস্যজট খুলতেই এখন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলো।

রোববার সকাল পর্যন্ত বিমানটির কোনো প্রকারের ধ্বংসাবশেষ চিহ্নিত করা যায়নি। এছাড়া, থাইল্যান্ড উপসাগরের প্রবেশমুখে ২০ কিলোমিটার দীর্ঘ তেলের রেখাটিও যে বিধ্বস্ত বিমানের কোনো নির্দশন সে ব্যাপারেও কোনো জোরালো বক্তব্য নেই কোনো পক্ষের।

মালয়েশীয় পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আজিজ বিন কাপরাবি দাবি করেছেন, বিমানটি ভূ-পৃষ্ঠের ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। এজন্য কোনো খারাপ আবহাওয়ার হুমকিতে পড়ারও প্রতিবেদন পাওয়া যায়নি।

রোম ও ভিয়েনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, থাইল্যান্ডে খোয়া যাওয়া এক ইতালিয়ান ও এক অস্ট্রিয়ান নাগরিকের পাসপোর্টের সঙ্গে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজটির দুই যাত্রীর পাসপোর্টের মিল পাওয়া গেছে। এজন্য কোনো আশঙ্কাকেই উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রধান নির্বাহী আহমাদ জৌহারি ইয়াহইয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আমরা কোনো আশঙ্কাকেই নাকচ করে দিচ্ছি না। যেকোনো বিষয়েই আমরা সতর্ক। তাছাড়া, চোরাই পাসপোর্ট ব্যবহারের বিষয়টিও আমরা জেনেছি।

মালয়েশিয়ান সরকারের পাশাপাশি এ বিষয়টি তদন্তে যুক্তরাষ্ট্র, চীনসহ সংশ্লিষ্ট দেশগুলো তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

শনিবার বিকেলে মালয়েশিয়া ও ভিয়েতনামের জলসীমার মাঝামাঝি স্থানে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ তেলের রেখা চিহ্নিত করে ভিয়েতনামের সিভিল অ্যাভিয়েশন বিভাগ।

বলা হয়, ধারণা করা হচ্ছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজ থেকে তেল নিঃসরিত হয়ে এই রেখা সৃষ্টি হয়েছে।

শনিবার ভোরে নিখোঁজ হওয়ার পর দিনের শেষে বিধ্বস্ত জাহাজের তেলের রেখা চিহ্নিত হওয়ার কথা জানান ভিয়েতনামের সিভিল অ্যাভিয়েশন বিভাগের পরিচালক লাই জুয়ান থানহ।

লাই জুয়ান বলেন, ভিয়েতনামিজ নৌবাহিনীর এএন২৬ নামী একটি বিমান অনুসন্ধান এলাকায় ২০ কিলোমিটার দীর্ঘ একটি তেলের রেখা চিহ্নিত করেছে। এটাকে বিধ্বস্ত বোয়িং বিমানের তেলের রেখা হিসেবে মনে করা হচ্ছে। আমরা এই তথ্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তল্লাশি অব্যাহত রেখেছি।

এর আগে, উড়োজাহাজটির নিখোঁজ থাকা কিংবা বিধ্বস্ত হওয়া নিয়ে বিভিন্নধর্মী তথ্য প্রচার হতে থাকে। মালয়েশিয়ান এয়ারলাইন্স ও সরকার কর্তৃপক্ষ বিমানটির বিধ্বস্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বললেও ভিয়েতনামের সিভিল অ্যাভিয়েশন বিভাগের বরাত দিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যম বিমানটির বিধ্বস্ত হওয়ার খবরই প্রচার করে।

এছাড়া, এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকে মালয়েশিয়া ও ভিয়েতনাম কর্তৃপক্ষও।

২২৭ যাত্রী ও ১২ ক্রু‘বাহী বোয়িং ৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টা ৪১ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছেড়ে যায়। এর দুই ঘণ্টা পর ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয় উড়োজাহাজটি। উড়োজাহাজটি সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো।

নিখোঁজ হওযার পর দক্ষিণ চীন সাগরে দু‘টি জাহাজ পাঠায় চীন। উদ্ধারকারী দল পাঠায় ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনও।

ভিয়েতনাম নৌ বাহিনী এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ ‍মাধ্যম খবরটি জানায়।

কুয়ালালামপুর থেকে বেইজিংগামী উড়োজাহাজটিতে ১৪টি দেশের নাগরিক ছিলেন।   মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উড়োজাহাজে চীনের ১৫৩, মালয়েশিয়ার ৩৮, ইন্দোনেশিয়ার ১২, অস্ট্রেলিয়ার ৭, ফ্রান্সের ৩, যুক্তরাষ্টের ৩, নিউজিল্যান্ডের ২, ইউক্রেনের ২, কানাডার ২, রাশিয়ার ১, ইতালির ১, তাইওয়ানের ১, নেদারল্যান্ডসের ১ ও অস্ট্রিয়ার ১ নাগরিক রয়েছেন। এদের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের দুই শিশু রয়েছে। এছাড়াও উড়োহাজাহটিতে ১২ জন ক্রু ছিলেন।

বিধ্বস্তের খবর পাওয়ার আগে এদিকে ভিয়েতনামের ওয়েবসাইট ভিএন এক্সপ্রেস জানায়, ভিয়েতনামের সন্ধান ও উদ্ধার কর্মকর্তারা ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় কা মাউ প্রদেশের ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম উপকূলে সর্বশেষ উড়োজাহাজটির সংকেত পেয়েছিলেন।

সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মালয়েশিয়া এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জৌহারি ইয়াইয়া বলেছিলেন, ‘আমার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেইজিংয়ের উদ্দেশে রাত ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর ত্যাগকারী এমএইচ৩৭০ ফ্লাইটটির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। ’

তিনি জানান নিখোঁজদের উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এরমধ্যে নিখোঁজযাত্রীদের ৮০ শতাংশের আত্মীয়-স্বজনরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

মালয়েশিয়া এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, উড়োজাহাজটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। ৫৩ বছর বয়সী এ মালয়েশীয়র ১৮ হাজার ৪৬৫ ঘণ্টা উড়োজাহাজ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সে যোগ দেন। আর উড়োজাহাজের প্রধান কর্মকর্তা ফারিক হামিদের ২ হাজার ৮০০ ঘণ্টা উড়োজাহাজ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ২৭ বছর বয়সী এ পাইলট ২০০৭ সাল থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সে কর্মরত।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উড়োজাহাজটি ভিয়েতনাম নিয়ন্ত্রিত আকাশসীমায় হারিয়ে যায়। প্রায় ১৬০ চীনা যাত্রীবাহী উড়োজাহাজটি চীন নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশ করেনি এবং চীনের নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগ করেনি।

১৯৮১ সাল থেকে সেবা প্রদানকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের সবশেষ ভয়াবহ দুর্ঘটনা ঘটে ১৯৯৫ সালে। ওই সময় এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মালয়েশিয়ার তাওয়াউ শহরে বিধ্বস্ত হয়। এতে ৩৪ জনের প্রাণহানি ঘটে।

গত ২০ বছরে বোয়িং ৭৭৭ কোনো ভয়াবহ দুর্ঘটনায় পড়েনি। তবে ২০১৩ সালের জুলাইয়ে সান ফ্রান্সিসকো দুর্ঘটনায় ২৯১ যাত্রী ও ১৬ ক্রুবাহী ফ্লাইটটির তিনজন নিহত হয়।

** সাগরে মিললো বিধ্বস্ত মালয়েশীয় উড়োজাহাজের চিহ্ন
** ২৩৯ আরোহীসহ বিধ্বস্ত মালয়েশীয় উড়োজাহাজের খোঁজে তল্লাশি
**নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজে কোনো বাংলাদেশি নেই
**২৩৯ যাত্রীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ নিখোঁজ

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।