ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনায় উৎপাদন শুরু এপ্রিলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

তেহরান: ইরানের বুশেহর শহরে স্থাপিত দেশের প্রথম পরমাণু চুল্লি এপ্রিল মাস থেকেই বিদ্যুৎ উৎপাদন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। ইরানের পরমাণু কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

খবর আইএএনএসের।  

তবে পরমাণু স্থাপনাটি এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং খুব দ্রুতই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে যাচ্ছে। ইরানের পরমাণু শক্তি কমিশন সংস্থার (এইওআই) প্রধান আলি আকবর সালেহির বার্তাসংস্থা আইএসএনএকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রেস টিভি এ তথ্য জানায়।

সাক্ষাৎকারে সালেহি বলেন, ‘বুশেহরের স্থাপনা দ্রুত চালু করার তুলনায় নিরাপদে তা চালু করা বেশি জরুরি বলে আমরা বরাবরই বলে আসছি। ’

আগামী ৯ এপ্রিলের মধ্যে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পরমাণু চুল্লির সংযোগ দেওয়া হবে বলে ইরানের ভারপ্রাপ্ত সরকারের পররাষ্ট্র মন্ত্রী সালেহি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময় : ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।