ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোর জেল থেকে হাজারো কয়েদির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
কায়রোর জেল থেকে হাজারো কয়েদির পলায়ন

কায়রো: মিশরে সরকার বিরোধী বিক্ষোভের ষষ্ঠ দিনে কায়রোর কারগার ভেঙে কয়েক হাজার কয়েদি পালিয়েছে। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা রোববার এ তথ্য জানান।



শনিবার রাতে বিক্ষোভ চলার সময় কয়েদিরা নিরাপত্তাক্ষীদের অভিভূত করে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে গেছে। বলা হচ্ছে, এখানে অনেক ইসলামি জঙ্গিদের আটকে রাখা হয়েছিল। তারা পালিয়ে আশপাশের গ্রাম-মহল্লায় আশ্রয় নিয়েছে।

ছয়দিন ধরে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের একমাত্র দাবি: গত ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ।

এদিকে, কায়রোর বিভিন্ন স্থানে লুটপাট তৎপরতা শুরু হয়েছে বলে খবর বেরিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।