ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর: বিক্ষোভের ষষ্ঠ দিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মিশর: বিক্ষোভের ষষ্ঠ দিন

কায়রো: মিশরের চলমান বিক্ষোভের ষষ্ঠ দিন রোববার দেশটির স্টক এক্সচেঞ্জ, ব্যাংক বন্ধ রয়েছে। এদিনও বিক্ষোভকারীরা কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে জড়ো হচ্ছে।



প্রায় ২০০ জন বেসামরিক ব্যক্তি কেন্দ্রীয় তাহির স্কয়ারে রাত কাটিয়েছে। মূলত এই কেন্দ্র থেকেই বিক্ষোভ শুরু হয়েছিল। এই অঞ্চলটি সেনাসদস্য এবং ট্যাংক নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখলেও রাতের কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেয়নি।

যেভাবে একটি নতুন কর্মব্যস্ত সপ্তাহ শুরু হয় সেভাবেই রোববার সকাল থেকে লোকজন কায়রোতে আসতে থাকে। এ সময় লোকজনের হাতে ছিল মিশরের পতাকা এবং আকাশে উড়ছিল হেলিকপ্টার।
 
নিরাপত্তা বজায় রাখতে রাতে লুণ্ঠন প্রতিরোধ করতে রাস্তায় রাস্তায় পাহারা বসানো হয়েছে। এছাড়া কয়েকজন তরুণকে ডাকাত সন্দেহে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এতকিছুর পরেও আরবের সবচেয়ে জনবহুল এই দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়ছে। দেশটি এক অনিশ্চিত ভবিষ্যতের যাত্রা শুরু করেছে।

গাড়ি চালকরা বলছেন, বেশিরভাগ পেট্রোল স্টেশনে জ্বালানি তেল নেই। বেশিরভাগ ব্যাংকের ক্যাশ মেশিনগুলো হয় লুট হয়েছে অথবা অকেজো হয়ে গেছে। এই প্রেক্ষিতে রোববার মিশরের সব ব্যাংক ও স্টক এক্সচেঞ্জের দপ্তরগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিক্ষোভের একপর্যায়ে চাপের মুখে মোবারক তার মন্ত্রিসভা ভেঙে দেন এবং নতুন করে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ওমর সোলাইমানকে ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিমান চলাচল মন্ত্রীকে আহমেদ শফিককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু বিক্ষোভকারীরা খোদ মোবারকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত  রেখেছে। ইতিমধ্যে এই বিক্ষোভে শতাধিক নিহত হয়েছে।

নোবেলজয়ী এবং জাতিসংঘের সাবেক পরমাণু পরিদর্শক মোহাম্মদ আলবারাদি বলেন, মোবারকের নতুন রাজনৈতিক নিয়োগ অপর্যাপ্ত। তিনি আল-জাজিরা টেলিভিশনে মোবারকের উদ্দেশ্যে বলেন, ‘আমি প্রেসিডেন্ট মোবারক এবং তার সরকারকে যতো দ্রুত সম্ভব মিশর ছাড়তে দিতে বলছি: এটি আপনার এবং মিশরের জন্য ভাল হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।