ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সহিংসতা নিয়ন্ত্রণে আনুন: বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মিশরে সহিংসতা নিয়ন্ত্রণে আনুন: বান কি মুন

আদ্দিস আবাবা: মিশরে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশটিতে সহিংসতায় শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় রোববার তিনি উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান।

খবর এএফপির।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ বৈঠকে অহিংসা, মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই মানুষের কথা শুনতে হবে। তাদের আকাঙক্ষা, প্রতিকূল অবস্থা এবং সুন্দর ভবিষ্যতের আশার সবকিছই শুনতে হবে। ’

মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গত মঙ্গলবার দেশটিতে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে। এই সহিংসতায় শতাধিক লোক নিহত হয়েছেন। রোববার বিক্ষোভের ষষ্ঠ দিনে বিক্ষোভকারীরা তার শাসনের অবসান চেয়ে দেশটির কেন্দ্রস্থল কায়রোতে সমবেত হচ্ছে। বিবিসি জানিয়েছে, ‘রাজধানী কায়রো এ মুহূর্তে বিক্ষোভকারীদের দখলে। ’

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।