ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহাত্মা গান্ধীর প্রয়াণদিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মহাত্মা গান্ধীর প্রয়াণদিবস আজ

নয়াদিল্লি: ভারতের অহিংস আন্দেলনের কিংবদন্তী নেতা মহাত্মা গান্ধীর ৬৩তম প্রয়াণদিবস রোববার। আজ থেকে ৬৩ বছর আগে এই দিনে খুন হয়েছিলেন ভারতের ‘জাতির পিতা’ মহাত্মা গান্ধী।



বিশ্ববিখ্যাত শান্তিবাদী এই নেতাকে হিন্দু ধর্মাবলম্বী নাথুরাম গডসে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি একটি প্রার্থনা সভায় গুলি করে হত্যা করে। তাই রোববার এই মহান নেতার প্রয়াণদিবস। এ উপলক্ষ্যে ভারত জুড়ে মার্টার্স ডে পালন করা হয়।

মহাত্মার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ১৮৬৯ এর দুই অক্টোবর একটি বণিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার আদর্শ ছিল শান্তির মাধ্যমে প্রতিরোধ। তার মৃত্যুর বছর খানেক আগে এই মতাদর্শ ১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ শাসন শান্তিপূর্ণভাবে সমাপ্তি করতে ব্যাপক সহায়তা করেছিল।

১৯ বছর বয়সে তিনি আইন বিষয়ে পড়াশুনা করতে ইংল্যান্ডে যান। লন্ডনে থাকাবস্থায় তিনি হেনরি ডেভিড থরেউসের ‘সিভিল ডিসওবিডিয়েন্স’ পড়ে অহিংস আন্দেলনের প্রতি উৎসাহী হন। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার আদালতে যোগ দেওয়া দেশের প্রথম ‘অশ্বেতাঙ্গ’ আইনজীবী।

তিনি ভারতের নাগরিকদের অধিকার রক্ষার্থে ১৮৯৪ সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তিনি অহিংস নীতির মাধ্যমে তার রাজনৈতির উন্নয়ন করেন। তার এই অহিংস নীতির জন্য তিনি বিশ্বে এখনও অনুসরণীয়। তার অহিংস নীতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন বর্ণবাদ বিরোধী কিংবদন্তী মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়ার।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।