ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট

পাকিস্তানের পরমাণু অস্ত্র ১০০ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
পাকিস্তানের পরমাণু অস্ত্র ১০০ ছাড়িয়ে

ওয়াশিংটন: পাকিস্তান তার পরমাণু অস্ত্র মজুদ গত কয়েক বছরে দ্বিগুণ করেছে। দেশটির অস্ত্রভান্ডারে এখন পরমাণু অস্ত্রের সংখ্যা ১০০ ছাড়িয়েছে গেছে বলে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট রোববার এ তথ্য প্রকাশ করেছে।



যুক্তরাষ্ট্রের বেসরকারি বিশ্লেষকদের উদ্ধৃত করে ওই দৈনিকটি জানায়, মাত্র চার বছর আগে পাকিস্তানের পরমাণু অস্ত্রভা-ারে ৩০ থেকে ৬০টি ওয়ারহেড ছিল।  

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইট বলেন, তারা খুব দ্রুতই পরমাণু অস্ত্রের বাড়িয়ে চলেছে।

অলব্রাইট বলেন, প্লুটোনিয়াম ও উচ্চসমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদনের তথ্যের ভিত্তিতে বলা যায় ইসলামাবাদের কাছে এ মুহূর্তে ১১০টিরও পরমাণু অস্ত্র রয়েছে।

ওয়াশিংটন পোস্টে বলা হয়, পাকিস্তানের প্রতিবেশি ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের ৬০ থেকে ১০০পি পরমাণু অস্ত্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।