ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারককে সরে দাঁড়াতে হবে: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
মোবারককে সরে দাঁড়াতে হবে: মার্কিন সিনেটর

ওয়াশিংটন: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। সিনেটের রুদ্ধদ্বার বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা বিল নেলসন সোমবার এই মন্তব্য করেন।

 

মোবারকের তিন দশকের ক্ষমতার অবসানের দাবিতে মিশরের রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে  বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

মিশর এবং তিউনিসিয়ায় সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে গোয়েন্দা বাহিনীর সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর নেলসন এক প্রতিবেদনে বলেন, ‘মোবারক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করতে সক্ষম হলেও তিনি বিক্ষোভকারীদে দমাতে পারবেন না। ’

ডেমোক্রেট দলের ওই সিনেটর জোরারোপ করে বলেন, মোবারককে চলে যেতেই হবে।

মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর মধ্যে ইসরায়েল এবং মিশর যুক্তরাষ্ট্রের বন্ধুদেশ হিসেবে পরিচিত হলেও ওবামা প্রশাসন মিশরের সহিংসতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিক্ষোভকারীদের ওপর সহিংসতা না চালানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

গত ২৫ জানুয়ারি রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।