ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর থেকে নাগরিকদের সরিয়ে নিতে বিভিন্ন দেশের তোড়জোড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
মিশর থেকে নাগরিকদের সরিয়ে নিতে বিভিন্ন দেশের তোড়জোড়

প্যারিস: বিশ্বের বিভিন্ন দেশ মিশরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে আটকে পড়া বিদেশি পর্যটকদের নিরাপদ স্থানে নিতে তোড়জোড় শুরু করেছে। খবর এএফপির।



আটদিন ধরে রাজধানী কায়রোসহ আলেক্সান্দ্রিয়া, সুয়েজে লাখ মানুষের অংশ গ্রহণে রাস্তায় রাস্তায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী জেনিস জ্যাকবস বলেন, মিশরে অবস্থানরত অন্তত ২,৬০০ মার্কিন নাগরিক নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা চেয়েছে। এরই মধ্যে সাইপ্রাস, ইস্তান্বুল ও এথেন্সে বেশ মার্কিনীকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার আরও ছয়টি ফাইট কায়রোতে মোতায়েন করা হচ্ছে।

চীনের সরকার তার দেশের নাগরিকদের নিয়ে আনতে এয়ারবাস এ৩৩০ বিমান পাঠিয়েছে। চীনের সরকারি গণমাধ্যম সিনহুয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘মিশরে চীনের নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আটকে পড়া নাগরিকদের নিয়ে আসতে সংশ্লিষ্ট বিমান পাঠানো হয়েছে। ’

তুরস্ক জানিয়েছে, তার দেশের ১,১১৪ নাগরিককে চারটি বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে। কায়রো ও আলেক্সান্দ্রিয়া থেকে টার্কিশ এয়ারলাইনসে আরও ৩৩০ নিয়ে আসার প্রস্তুতি চলছে।

ইন্দোনেশিয়াও তাদের নাগরিকদের অন্যত্র সরে যেতে বলেছে। দেশটির ৬,০০০ নাগরিক মিশরে বসবাস করে বলে জানা গেছে। তাদের নিরাপদে নিতে সামরিক বিমান পাঠানে হবে।

জাপান জানিয়েছে, কয়েকশ জাপানি নাগরিককে সরিয়ে নিতে জরুরি বিমান পাঠাচ্ছে। এরইমধ্যে অনেকেই কায়রো ত্যাগ করেছে।

থাই এয়ারওয়েজ কায়রোতে বিশেষ ফাইট পাঠানোর পরিকল্পনা করছে। থাইল্যান্ডের অনেক পর্যটক সেখানে আটকে পড়েছে। তবে মিশরের সঙ্গে নিয়মিত বিমান যোগাযোগ না থাকায় কিছু সমস্যাও রয়েছে  বলে জানিয়েছে।

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মিশরে অবস্থান নেওয়া ৩২০ নাগরিককে নিরাপদ স্থানে নিতে এয়ার ইন্ডিয়ার বিমান যাচ্ছে। মুম্বাই-জেদ্দা রুটে আরেকটি ফাইট চালু করারও ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, জার্মানি, রাশিয়া, ব্রিটেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।