ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বিক্ষোভে নিহত ৩০০: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
মিশরে বিক্ষোভে নিহত ৩০০: জাতিসংঘ

জেনেভা: মিশরে সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৩০০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর ভূমিকা তদন্ত করে দেখা উচিত।



জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই মঙ্গলবার এ প্রস্তাব জানিয়েছেন।

জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে পিল্লাই বলেন, ‘দৈনন্দিন ভিত্তিতে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। এ পর্যন্ত ৩০০ মানুষ নিহত, তিন হাজার আহত এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে অসমর্থিত এক সূত্রে জানা গিয়েছে। ’

মিশরে বড় আকারের এ বিক্ষোভে এ পর্যন্ত ১০২ জন নিহত হয়েছেন বলে নিরাপত্তা ও মেডিক্যাল সূত্র সোমবার জানায়।

হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পিল্লাই। একইসঙ্গে কর্তৃপক্ষের উদ্দেশ্যে মিশরের জনগণের সংস্কার, মানবাধিকার ও গণতন্ত্রের দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন চেয়ে চলমান বিক্ষোভ মিশরের অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে উল্লেখ করেন পিল্লাই। একইসঙ্গে বেশ কয়েকদিন ধরা চলা ভয়াবহ সহিংসতা তদন্তেরও দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘বেসামিরক নাগিরকদের রক্ষা করাসহ তাদের বেঁচে থাকার অধিকার, সমাবেশ করার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ’

মূলত সরকারের দমনপীড়নমূলক তৎপরতার প্রতিবাদেই মিশরে বিক্ষোভ শুরু হয়েছে বলে পিল্লাই উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।