ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম নারী হিসেবে গণিতে ‘নোবেল’ পেলেন মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
প্রথম নারী হিসেবে গণিতে ‘নোবেল’ পেলেন মরিয়ম

ঢাকা: বিশ্বের প্রথম নারী হিসেবে গণিত চর্চার সর্বোচ্চ সম্মাননা ফিল্ডস মেডেলে ভূষিত হলেন ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি। এই সম্মাননাকে নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়।



বুধবার আরও তিনজন গণিতবিদের সঙ্গে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক এই নারীর নাম ঘোষণা করা হয় ফিল্ডস মেডেল বিজয়ী হিসেবে।

১৯৩৬ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার এ পর্যন্ত পেয়েছেন ৫৬ জন গণিতবিদ। তাদের মধ্যে প্রথম নারী মরিয়ম মির্জাখানি।

পুরস্কারে ভূষিত হওয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনুভূতি প্রকাশ করে মির্জাখানি বলেন, এটি অনেক বড় সম্মান। আমি খুশি হবো এই পুরস্কার যদি কম বয়সী নারী বিজ্ঞানী ও গণিতবিদদের অনুপ্রাণিত করে। আমি নিশ্চিত সামনে আরও অনেক নারী এ ধরনের পুরস্কার লাভ করবেন।

ইরানের রাজধানী তেহরানে জন্ম নেয়া মির্জাখানি ডক্টরেট করার জন্য হার্ভার্ডে যাওয়ার আগ পর্যন্ত ইরানেই বসবাস করতেন।

তবে গণিতবিদ নয়, কৈশোরে লেখক হতে চেয়েছিলেন তিনি। তার কথায়, প্রথমে তিনি লেখক হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানই অধিক আকর্ষণীয় মনে হয়েছে তার কাছে।

প্রতি চার বছরে একবার দেয়া হয় গণিতের এই সর্বোচ্চ সম্মাননা। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়ন এ পুরস্কার ঘোষণা করে।

এদিকে ফিল্ডস মেডেল পাওয়ায় মরিয়ম মির্জাখানিকে অভিনন্দন জানিয়েছেন স্টানফোর্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জন হেনেসি।

মির্জাখানির সঙ্গে ফিল্ডস মেডেল পাওয়া অপর তিন গণিতবিদ হলেন ব্রাজিলের আর্টার অ্যাভিলা, ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মানজুল ভারগাজা এবং অস্ট্রিয়ান মার্টিন হাইরার।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।