ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঋণাত্মক সুদের হার ঘোষণায় উল্টো পথে জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ঋণাত্মক সুদের হার ঘোষণায় উল্টো পথে জাপান

ঢাকা: হঠাৎ করেই ঋণাত্মক সুদের হার ঘোষণা করে ব্যাংকিং সেক্টরে উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে জাপান। ইউরোজোনের বাইরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে জাপানই প্রথম এ ধরনের পদক্ষেপ নিল।



শুক্রবার (২৯ জানুয়ারি) জাপানের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান’-এর চলতি বছরের প্রথম বৈঠকে সদস্যদের মধ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ৫-৪ ভোটে সিদ্ধান্তটি পাস করেন সদস্যরা। পরে এক সংবাদ সম্মেলনে ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা সিদ্ধান্তের কথা জানান।

এক বিবৃতিতে ব্যাংক অব জাপান বলেছে, আমরা ঋণাত্মক সুদের হারের সিদ্ধান্ত নিয়েছি। মুদ্রাস্ফীতির হার ২ শতাংশের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সংবাদ সম্মেলনে হারুহিকো কুরোদা বলেছেন, জাপানের অর্থনীতি দিনদিনই উন্নত হচ্ছে। যদিও তেলের বাজারসহ আন্তর্জাতিক বাজারে মন্দার হাওয়া বইছে। এছাড়া চীনসহ বিশ্বের বাকি বর্ধনশীল অর্থনীতির দেশগুলোয়ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব অস্থিতিশীলতা দেশের ব্যবসায়ীক পরিবেশকে আক্রান্ত করতে পারে এবং মুদ্রাসঙ্কোচের ব্যাপারে জনসাধারণের মানসিকতা পরবির্তনে বাধার সৃষ্টি করতে পারে।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ব্যাংকিং সেক্টরে বেঞ্চমার্ক রেট হবে মাইনাস শূন্য দশমিক এক (-০.১%) শতাংশ। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ জমা রাখলেই কেন্দ্রীয় ব্যাংক তার ওপর চার্জ নেবে। তবে তা গ্রাহকদের ওপর কোনো প্রভাব ফেলবে না। চার্জটা দিতে হবে অর্থ জমাকারী বাণিজ্যিক ব্যাংককেই।

বিশ্লেষকরা বলছেন, এতে করে জাপানে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ বেড়ে যাবে। যেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ জমা রাখলেই কেন্দ্রীয় ব্যাংককে চার্জ দিতে হবে, কাজেই তারা গ্রাহককে সহজ শর্তে ঋণ দিতে উৎসাহিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।