ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে সামরিক অভিযানে ৩০ পিকেকে বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
তুরস্কে সামরিক অভিযানে ৩০ পিকেকে বিদ্রোহী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে সেনাবাহিনীর অভিযানে বিদ্রোহী কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৩০ জন কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় এসব অভিযান পরিচালিত হয় বলে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) জানায় দেশটির সেনাবাহিনী।



এর মধ্যে সিরনাক প্রদেশের সিযরে শহরে ১১ জন, দিয়ারবাকির প্রদেশের সুর শহরে সাতজন ও হাক্কারি প্রদেশে ১২ জন পিকেকে বিদ্রোহী নিহত হয়েছেন।

এক বিবৃতিতে তুর্কি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট ৭০১ জন পিকেকে বিদ্রোহীকে ‘নিষ্ক্রিয়’ করছে তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।