ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের সঙ্গে জড়িত সোয়া লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৯, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আইএসের সঙ্গে জড়িত সোয়া লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন আইএস বা অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমন সন্দেহজনক এক লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। সন্ত্রাসের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণার’ অংশ হিসেবে মাইক্রোব্লগিং সাইটটির এ উদ্যোগ।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) টুইটারের ‘৥পলিসি’ টিম জানায়, ২০১৫ সালের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত এক লাখ ২৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

গত বছর প্রকাশিত এক রির্পোটে টুইটার জানায়, আইএসের সঙ্গে সম্পৃক্ত ৪৬ হাজার অ্যাকাউন্ট রয়েছে। তবে সম্প্রতি এ ধরনের অ্যাকাউন্ট বেড়ে যাওয়া অনলাইনে সংগঠনটির কার্যক্রম ‘আশঙ্কাজনক’ হারে বেড়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

তবে বসে নেই টুইটার। তাদের অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এসব বিষয় পর্যালোচনা করতে ৥পলিসি টিমে সদস্য দ্বিগুণ করার কথা বলেছে টুইটার।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।