ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে নির্মাণাধীন ভবনের এলিভেটর ছিঁড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
 চীনে নির্মাণাধীন ভবনের এলিভেটর ছিঁড়ে নিহত ৮

ঢাকা: চীনে নির্মাণাধীন একটি ভবনের এলিভেটর ছিঁড়ে ৮ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ভবনটির ১৮ তলা থেকে এলিভেটরটি ছিঁড়ে নিচে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

শ্যানডং প্রদেশের লংকু শহরে এ ঘটনা ঘটেছে বলে রোববার (১৭ জুলাই) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম জানায়, ৮ জন মানুষ নিয়ে এলিভেটরটি ১৮ তলা থেকে নিচে নামার সময় ছিঁড়ে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কেউ আর জীবিত নেই।

সম্প্রতি কিছুটা উন্নতি হলেও যথাযথ তত্ত্বাবধানের অভাবে চীনে কর্মক্ষেত্রে নিরাপত্তা ঘাটতি রয়েই গেছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।