ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে কুড়াল-ছুরি নিয়ে ট্রেনে হামলা, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জার্মানিতে কুড়াল-ছুরি নিয়ে ট্রেনে হামলা, আহত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানির মধ্যাঞ্চলে একটি ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে।

তবে, পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী।

সোমবার (১৮ জুলাই) রাতে মধ্যাঞ্চলের ওয়ার্শবার্গ শহরের হেইডিংসফেল্ড এলাকায় এ হামলা চালানো হয়। ঘটনার পরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।  

এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলছে না স্থানীয় সংবাদমাধ্যম। তবে বলা হচ্ছে, হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানান, হামলার পর ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। এতেও বেশ ক’জন আহত হয়েছেন। হামলা চালিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী।

এ ঘটনায় হেইডিংসফেল্ডসহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।