ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে পর্যটকবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
তাইওয়ানে পর্যটকবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২৬

ঢাকা: তাইওয়ানে পর্যটকবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যম জানায়, তাইওয়ানের একটি ব্যস্ত মহাসড়কে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন দেশটির দমকল বাহিনীর কর্মীরা।

রাজধানী তাইপে’র দক্ষিণাঞ্চলীয় তাইউন কাউন্টির ২ নম্বর জাতীয় হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ২০ জন চীনা পর্যটক বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।