ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশেল ওবামার ভাষণ ‍চুরি করে বক্তব্য ট্রাম্প স্ত্রী মেলানিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
মিশেল ওবামার ভাষণ ‍চুরি করে বক্তব্য ট্রাম্প স্ত্রী মেলানিয়ার ছবি: ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প (সংগৃহীত)

ঢাকা: নানা বিতর্কে জড়ানো মার্কিন নির্বাচনের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পর এবার তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এলেন বিতর্কে। ভাষণ চুরি করে বিতর্ক জালে পড়েছেন সাবেক এই মডেল-অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী ফার্স্ট লেডি মিশেলের ভাষণ চুরি করে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) থেকে ক্লিভল্যান্ড শহরে শুরু হয় রিপাবলিকান দলের সমাবেশ। চারদিনের এই আয়োজনের প্রথম দিনের অধিবেশনে বক্তব্য দেন ৪৬ বছর বয়সী সাবেক মডেল মেলানিয়া ট্রাম্প। যাতে ২০০৮ সালে মিশেলের ভাষণের সঙ্গে দুটি অনুচ্ছেদ মিল পাওয়া যায়।

কপি-পেস্ট এ ভাষণ নিয়ে এখন রীতিমতো আলোচনার ঝড় পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।