ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের নিসে নিহত সবার পরিচয় মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
ফ্রান্সের নিসে নিহত সবার পরিচয় মিলেছে

ঢাকা: ফ্রান্সের নিস শহরে জনতার ওপর এক সন্ত্রাসী লরি তুলে দিলে মৃত্যুবরণ করা ৮৪ জনের পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (১৯ জুলাই) ফরাসি সংবাদমাধ্যম নিস মাঁতা এমন সংবাদ প্রকাশ করেছে।

দেশটির প্রসিকিউটরের বরাত দিয়ে তারা জানায়, নিহত ৮৪ জনের পরিচয় পাওয়া গেছে।

এদিকে, লরি চালিয়ে সাধারণ মানুষ হত্যার এই ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার (১৪ জুলাই) নিসে জনতার ওপর লরি চালিয়ে দেয় এক সন্ত্রাসী। যাতে অন্তত ৮৪ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ, যাদের মধ্যে হাসপাতালে গুরুতর অবস্থায় অনেকেই চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।