ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশকে ছুরিকাঘাত, লন্ডনের হাইড পার্ক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
পুলিশকে ছুরিকাঘাত, লন্ডনের হাইড পার্ক বন্ধ

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনের হ‍াইপার্কে তরুণদের ‘পানিযুদ্ধ’ থেকে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।

এছাড়া আরো দুই ব্যক্তি ছুরিকাঘাতে আহত ও তরুণদের ছোড়া বোতলের আঘাতে ‍আরো এক পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার পর লন্ডনের এ বিখ্যাত পার্কটি বন্ধ করে দেয় পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) দেশটিতে সর্বোচ্চ গরম অনুভূত হওয়ায় ওই পার্কে জমায়েত হয় হাজারো নারী-পুরুষ।

সন্ধ্যায় তাদের পানিযুদ্ধ সংঘর্ষে রুপ নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। এ সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে মেট্রো পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।