ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা জারি

ঢাকা: তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগান।

বুধবার (২০ জুলাই) এক বিবৃতিতে এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সম্প্রতি দেশটিতে অভ্যুত্থানের চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনীর একাংশ। তবে এতে দেশটির জনগণের সমর্থ না থাকায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। সেনা অভ্যুত্থানের এ ব্যর্থ চেষ্টার পর এমন ঘোষণা আসলো।

দেশটির প্রেসিডেন্ট এরদোগান জরুরি অবস্থা জারির ঘোষণার পাশাপাশি এমন আঘাত আবার আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।

তিনি জানান, এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, দেশের গণতন্ত্র, আইন এবং জনগণের স্বাধীনতা রক্ষায় এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব এই সম্ভাব্য হুমকি দূর করার সবচেয়ে দক্ষ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় তিনি দেশটির সংকটকালে থাকা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জুলাই ২১,২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।