ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের কালাই-ই-জাল জেলা তালেবানদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
আফগানিস্তানের কালাই-ই-জাল জেলা তালেবানদের দখলে

ঢাকা: তাজিকিস্তান সীমান্তবর্তী উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের জেলা কালাই-ই-জাল নিজেদের দখলে নিয়েছে তালেবান বিদ্রোহী-জঙ্গিরা। আফগান নিরাপত্তা বাহিনীর প্রবল প্রতিরোধের মুখেও তারা এই জেলা নিজেদের দখলে নিতে সমর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) এমনই সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে বলা হয়েছে, গত তিনদিন ধরে সংঘর্ষ চলেছে। পরে বুধবার রাতে তারা জেলা দখলে নিয়েছে।

প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ দানিশ বলেছেন, তারা ওই জেলা নিজেদের দখলে নিয়েছে। তবে এটি পূর্ণ দখল নয়, আমাদের নিরাপত্তাকর্মীরা স্থানটি উদ্ধারে সবরকম চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পুলিশ কমিশনার নবী ঘিচি বলেছেন, তালেবানদের আক্রমণ শুরু হয় সোমবার থেকে। তাদের প্রতিরোধ করা খুব কষ্টকর হয়ে পড়ে; তবে আমরা জেলা উদ্ধারে কাজ শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।