ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (২৭ জুলাই) স্থানীয় মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির মেডিকেল সূত্র জানায়, বাগদাদের উত্তরাঞ্চলীয় আল-শোয়াল্লা চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর ঈশান রাদি নামে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুধবারের এ হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

তাৎক্ষণিক এ হামলার ঘটনায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।