ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিয়ে খেতে গিয়ে বন্যায় ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
পাকিস্তানে বিয়ে খেতে গিয়ে বন্যায় ১৫ জনের প্রাণহানি

ঢাকা: পাকিস্তানের কেন্দ্রশাসিত বিশেষ অঞ্চল খাইবার এজেন্সিতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আকস্মিক বন্যায় ১৫ অতিথি ভেসে গেছেন।

শনিবার (৩০ জুলাই) খাইবার এজেন্সির লান্দি কোতাল এলাকায় ওই অতিথিদের বহনকারী বাস দুর্ঘটনাকবলিত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।

ইকবাল খান নামে ওই কর্মকর্তা জানান, বন্যায় বেশ ক’জন নিখোঁজ রয়েছেন। আহতও হয়েছেন বেশ ক’জন।

এই বিয়ের যাত্রীরা কোন পক্ষের ছিলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসে ভারি বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ৫৫ জনের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ৩০,২০১৬
আরএইচএস/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।