ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘কাতার গ্রাস হওয়ার মতো সহজ দেশ নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
‘কাতার গ্রাস হওয়ার মতো সহজ দেশ নয়’ খালিদ আল আতিয়াহ

যে কারো দ্বারা গ্রাস হওয়ার মতো সহজ দেশ কাতার নয় বলে মন্তব্য করেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল আতিয়াহ।

রোববার (২ জুলাই) দোহা সময় দুপুর পৌনে ২টার দিকে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা প্রস্তুত।

আমরা আমাদের দেশ রক্ষার জন্য প্রস্তুত। আমি আশা করি আমরা এমন পর্যায়ে যাবো না যেখানে সামরিক হস্তক্ষেপ করা হয়।

অবরোধ প্রত্যাহারের জন্য মধ্যস্থতাকারী কুয়েতের মাধ্যমে গত ২২ জুন ১৩ দফা শর্ত বেঁধে দেয় আরবরা। ১০ দিনের মধ্যে শর্ত না মানলে নতুন করে অবরোধ আরোপের হুঁশিয়ারি দেওয়া হয়।

শর্তগুলোর মধ্যে রয়েছে- আল জাজিরা বন্ধ, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও কাতারে তুরস্কের সেনাঘাঁটি প্রত্যাহার।

কাতারকে সৌদি আরবের নেতৃত্বাধীন আট দেশ ১৩ টি শর্ত দিয়েছে যার ডেডলাইন শেষ হচ্ছে রোববার (২ জুলাই) রাতে। দু’পক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় মধ্যপ্রাচ্য ঘিরে শঙ্কার মেঘ আরও জমাটবদ্ধ হচ্ছে।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে শর্ত মানা না হলে ‘আরও কড়া পদক্ষেপ’ নেওয়া হবে বলে আরব আমিরাতের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়ার পর এখন জল্পনা চলছে, রোববার মধ্যরাত পেরোলে কী ঘটবে কাতারের ভাগ্যে?

ডেডলাইন শেষ হওয়ার আগে ইতালির রোমে সাংবাদিকদের কাছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বলেন, আলোচনার জন্য দোহা প্রস্তুত রয়েছে। প্রতিবেশী আরব দেশগুলোর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আমরা কথা বলতে চাই। কিন্তু যেসব শর্ত দেওয়া হয়েছে সেসব বাস্তবায়ন অযোগ্য। প্রত্যাখ্যানযোগ্য জেনেই শর্তগুলো তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ