ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরাইল সফরে মোদি, উদ্বেগ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
ইসরাইল সফরে মোদি, উদ্বেগ পাকিস্তানের

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের সফরে ইসরাইল রয়েছেন। তবে এই সফরকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে পাকিস্তানে। মোদির এ সফরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান।

মঙ্গলবার ৪ (জুলাই) থেকে শুরু হওয়া এ সফর বৃহস্পতিবার শেষ হবে। ইসরাইল ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তিতে নরেন্দ্র মোদি তেল আবিব সফর করছেন এবং এটা হচ্ছে ভারতের কোনো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম ইসরাইল সফর।

ইসলামাবাদ মনে করছে, আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতার ভারসাম্যে এ সফর মারাত্মক প্রভাব ফেলবে। কেননা, এ সফরে দু’পক্ষ অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করবে। বিষয়টিকে পাকিস্তান খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ ইসলামাবাদ মনে করছে, মোদির সফরের সময় যে অস্ত্র চুক্তি হবে তাতে এ অঞ্চলের সামরিক ভারসাম্যে মারাত্মক প্রভাব ফেলবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের পাশাপাশি তারা দুই দেশের সুসম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইসরায়েল ও ভারত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট প্রযুক্তি, পানিসম্পদ ও কৃষি প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি উদ্ভাবনীমূলক কাজের জন্য চার কোটি মার্কিন ডলারের তহবিল গড়বে। এসব বিষয়ে চুক্তির অংশ হিসেবে বেসামরিক পর্যায়ে দুই দেশের সম্পর্কের আওতা বাড়ানো হবে।

বাংলাদেশ সময় ০৪০৭ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ