ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন-আফগান বিমান হামলায় ‘ভুলে’ ৩০ কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
মার্কিন-আফগান বিমান হামলায় ‘ভুলে’ ৩০ কৃষক নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ‘দুর্ঘটনাবশত’ অন্তত ৩০ কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। 

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রদেশের খোগানি জেলার ওয়াজির তাঙ্গি এলাকায় ওই হামলা চালানো হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আফগান কর্তৃপক্ষ এ ঘটনা নিশ্চিত করেছে।

আফগান সরকারের তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বুধবার রাতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গোপন আস্তানা ধ্বংসের জন্য ওই হামলা হয়। কিন্তু দুর্ঘটনাবশত তা ওয়াজির তাঙ্গি অঞ্চলের একটি পাইন বাদাম খেতের কৃষকদের ওপর গিয়ে পড়ে।  

প্রাদেশিক গভর্নর আত্তাউল্লাহ খোগানি ও  কাউন্সিল সদস্য সোহরাব কাদেরিও একই কথা জানান।

প্রাদেশিক গভর্নর বলেন, এ ব্যাপারে সরকার তদন্ত চালাচ্ছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ওয়াজির তাঙ্গির অন্যতম গোত্র নেতা মালিক রাহাত গুল বলেন, এমন সময় ওই হামলা হয়, যখন দিনমজুররা ক্লান্ত ছিল। সারাদিন পাইন বাদাম খেতে কাজ শেষে কেবলই তারা নিজেদের তাঁবুতে ফিরেছিল।  

‘মজুরেরা আগুন জ্বেলে তার চারপাশে বসে গল্প করছিল। সেই সময় একটি ড্রোন তাদের লক্ষ্য করে হামলা চালায়। ’

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আইএস জঙ্গিদের উদ্দেশ্যে হামলা চালানোর ঘটনা স্বীকার করলেও হতাহতদের ব্যাপারে বিস্তারিত প্রকাশে অস্বীকৃতি জানায়।  

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য কাবুলে মার্কিন বাহিনীর কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯  
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।