ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে পাকিস্তানে ৮ জনের মৃত্যু, শতাধিক আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ভূমিকম্পে পাকিস্তানে ৮ জনের মৃত্যু, শতাধিক আহত ভূমিকম্পে সড়ক ফেটে গেছে

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে অন্তত ৮ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এছাড়া ভূমিকম্পে রাস্তাঘাটে ফাটল ধরে যাওয়ায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩১ মিনিট নাগাদ পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যা অনুভূত হয় পাশ্ববর্তী দেশ ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যে।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিলো অন্তত ৮-১০ সেকেন্ড। এর উৎপত্তিস্থল ছিল আজাদ কাশ্মীরের নিউ মিরপুর শহর থেকে এক কিলোমিটার দক্ষিণপূর্বে। শক্তিশালী ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। মূলত এ এলাকাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য মিলেছে।

এছাড়া ভূমিকম্পটি দুই দেশের সীমান্তের নিকটবর্তী বিভিন্ন এলাকায় অনুভূত হয়। যার মধ্যে রয়েছে ইসলামাবাদ, মিরপুর, পেশওয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট, সরগোদা, মানশেহারা, গুজরাট, চিত্রাল, মালাকান্দ, মুলতান, সোয়াট, বাজারুতে ঝাঁকুনি দেয়। এতে আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন।

এদিকে আজাদ কাশ্মীরের বিভাগীয় কমিশনার চৌধুরী মুহাম্মদ তাইয়্যেব জানিয়েছেন, ভূমিকম্পে নিউ মিরপুরে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরো অন্তত শতাধিক। আহতদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ভূমিকম্প কবলিত এলাকার বিভিন্ন ছবিতে দেখা যায়, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের উপর থাকা গাড়ি নিচে পড়ে গেছে। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।