ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশিদের হজ এবারও অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ৬, ২০২১
বিদেশিদের হজ এবারও অনিশ্চিত

বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে। ভাইরাসটি সংক্রমণ কিছুদিন কমার পর আবারও বাড়ছে।

এ অবস্থায় বিশ্বের দেশে দেশে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাই এবারও বিদেশিদের হজে যাওয়া বন্ধ করার কথা ভাবছে সৌদি আরব। খবর রয়টার্সের।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশিদের হজের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, যদি বিদেশিদের হজ বন্ধ করা হয় তাহলে শুধু টিকা নেওয়া সৌদি নাগরিকরাই হজে অংশ নিতে পারবেন।  

গত বছরও করোনা মহামারির কারণে বিশ্বের মুসলিমরা হজে অংশ নিতে পারেননি। প্রতি বছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করেন।  

গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমারাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।  

কিন্তু বিশ্বব্যাপী নতুন করে সংক্রমণের কারণে সৌদি সরকার আবারও হজ বন্ধের কথা ভাবছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ০৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।