ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ১৫, ২০২১
‘ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন’

ঢাকা: ‘আপনারা ইয়েমেনে বোমাবর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন। তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না।

শনিবার (১৫ মে) সৌদি আরবের উদ্দেশে ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি এ হুঁশিয়ারি দেন।

মুহাম্মাদ আলী আল-হুথি বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না, কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরাইলে কয়েকটি বোমা ফেলুন। আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ করে দেব।

তিনি আরও বলেন, ইসরাইলে বোমাবর্ষণ করলে আমরা আপনাদের ওপর আর হামলা চালাব না, এমনকি আপনারা আমাদের ওপর হামলা অব্যাহত রাখলেও আমরা প্রতিক্রিয়া দেখাব না।

এর আগে, তিনি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, আসুন মা'রিবে চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হই।

ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।