ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যে কারণে কুমিরকে বিয়ে করলেন এই মেয়র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০২২
যে কারণে কুমিরকে বিয়ে করলেন এই মেয়র  মেক্সিকোর ছোট্ট শহর স্যান পেড্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর হুগো সোসা

মেক্সিকোর ছোট্ট শহর স্যান পেড্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর হুগো সোসা। তিনি বিয়ে করেছেন এক কুমিরকে।

 ঐতিহ্যবাহী গান আর নাচের মধ্য দিয়ে অদ্ভুত এ বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ব্যতিক্রমী এ বিয়ের খবর।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুন) প্রাচীন ঐতিহ্য আর খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে হয় তাদের।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শত বছরের পুরোনো রীতি ধরে রাখতেই এমন বিয়ের আয়োজন করেছে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তোলার জন্য এ বিয়ের মাধ্যমে প্রার্থনা করেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার মেয়র ভিক্টর হুগো সোসা ৭ বছর বয়সী কুমিরটিকে বিয়ে করেন।  

মেয়র সোসা বলেন, আমরা প্রকৃতির কাছে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, খাবার ও নদীতে মাছ চেয়ে প্রার্থনা করেছি।  

বার্তা সংস্থা রয়টার্স আরও জানায়, একাধিকবার ‘কবুল’ বলে বিয়েতে সম্মতি জানান মেয়র ভিক্টর। এমনকি রীতি অনুযায়ী কুমিরের নাকের ডগায় চুমুও খান। অবশ্য ‘অনাকাঙিক্ষত পরিস্থিতি’ এড়াতে আগেই ওই কুমিরের চোয়াল বেঁধে দেয়া হয়।

কুমিরের সঙ্গে মেয়রের বিয়েতে কমতি ছিল না কোনো আয়োজনের। এই বিয়ে দেখতে হাজির হয় দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষ।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘন্টা, জুলাই ০২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।