গবেষণা, উন্নয়ন প্রকল্পে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০ বছরের এই পরিকল্পনার মধ্যে রয়েছে স্বাস্থ্য, টেকসই পরিবেশ, জ্বালানি ও শিল্পে নেতৃত্ব প্রদান এবং ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যত অর্থনীতির ক্ষেত্রে উন্নয়ন।
এসব পরিকল্পনা বাস্তবায়নে সৌদি ক্রাউন প্রিন্সের নেতৃত্বে একটি উচ্চতর কমিটি গঠনের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন খাত পুনর্গঠন করা হবে। এই পরিকল্পনায় সৌদি আরবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে হাজার হাজার মানুষের চাকরির সুযোগ তৈরি হবে।
সূত্র: আরব নিউজ
বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, জুলাই ০২, ২০২২
ইআর