ভারতের উত্তরাখণ্ডে হঠাৎ করেই মাঝ পথে বন্ধ হয়ে যায় রোপওয়ে। এতে ৪৫ মিনিট ঝুলে রইলেন বিজেপির বিধায়কসহ ৬০ জন পর্যটক।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের তেহরি জেলায় সুরন্দা দেবী মন্দিরে গিয়েছিলেন পর্যটকরা। সেখানেই এই রোপওয়ে বিপর্যয়ের মুখে পড়েন ৬০ জন পর্যটক। ওই রোপওয়েতে ছিলেন উত্তরাখণ্ডের বিধায়ক কিশোর উপাধ্যায়। তিনি জানান, মাঝ পথেই হঠাৎ রোপওয়ে বন্ধ হয়ে যায়। সকলে অস্থির হয়ে উঠেছিল। তেহরি গাড়ওয়ালের এসএসপি নভনীত ভুল্লার জানান, সঙ্গে সঙ্গে প্রশাসনের তৎপরতায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।
গত মে মাসে এমনই আরেকটি ঘটনা ঘটে ভারতের মধ্যপ্রদেশে। সেখানে প্রায় এক ঘণ্টার জন্য মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল রোপওয়ে। জুন মাস হিমাচলের সোলান জেলায় রোপওয়ে বিপর্যয়ে টানা ৬ ঘণ্টা আটকে ছিলেন ১১ জন পর্যটক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ
বাংলাদেশ সময়: ১২১১ঘণ্টা, ১১ জুলাই, ২০২২
ইআর