ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভালুকায় শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
ভালুকায় শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় শিশু মারুফ (৬) হত্যার অভিযোগে সৎ মা লাভলী আক্তারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তবে জিজ্ঞাসাবাদে এখনও এ ঘটনায় স্পষ্ট কোনো ধারনা পাওয়া যায়নি বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

এর আগে গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিদিয়া এলাকার একটি পানির গর্ত থেকে শিশু মারুফের লাশ পাওয়া যায়। নিহত মারুফ একই এলাকার মাহমুদুল হাসানের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানান, মাহমুদুল হাসান তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে লাভলী আক্তারকে বিয়ে করে। ঘটনার দিন সন্ধ্যার পর থেকে মারুফ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মারুফের সন্ধান পায়নি।

পরে বাড়ির পাশের টিউবওয়েলের পানি গড়িয়ে পড়ার গর্তে শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ তুলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, শিশুটিকে হত্যার পর পানির গর্তে ফেলে দেওয়া হতে পারে। তবে ঘটনার রহস্য উদঘাটনে সৎ মা লাভলীকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।