ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্যের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্যের নামে মামলা

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় বন বিভাগের লক্ষাধিক টাকার গাছ চুরির অভিযোগে উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ সাতজনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা বন কর্মকর্তা (এসএফপিসি) মো. ইউসুফ আলী হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিপুর ইউনিয়নের গৌরিপুর গুচ্ছ গ্রাম হয়ে মণ্ডলবাড়ী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের জন্য দুইপাশের গাছ কাটা হয়। বন বিভাগের রোপণকৃত বিভিন্ন জাতের গাছ অপসারনের জন্য সেগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। চিহ্নিত ৮৬টি গাছ গৌরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের জিম্মায় দেওয়া হয়। জিম্মাদার হিসেবে উপজেলা ফরেষ্টার মো. ইউসুফ আলী হাওলাদারের কাছে তিনি গাছ কর্তনের জন্য জিম্মা নামায় স্বাক্ষর করেন।

এদিকে শহিদুল ইসলাম বন কর্মকর্তার লাল রং চিহ্নিত ৮৬টি গাছ ছাড়াও অতিরিক্ত ২৭টি গাছ কেটে নেন। সেগুলোর মধ্যে রয়েছে ১০টি শিশু, ১০টি অর্জুন ও ৭টি মেহগনি। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার ৩৬ টাকা।

উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার জানান, উপজেলার গৌরিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ১১ ডিসেম্বর বন বিভাগের মার্কিং করা গাছ ছাড়াও কোনো অনুমতি ছাড়া অতিরিক্ত ২৭টি গাছ কেটে নেন। এসব গাছের দাম অন্তত ১ লাখ ৩২ হাজার ৩৬ টাকা। এ ব্যাপারে ভান্ডারিয়া থানায় শহিদুল ইসলাম ও মো. ফরিদসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, গাছ কাটার ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।