ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
গাংনীতে ছেলের হাতে বাবা খুন

মেহেরপুর: বাঁশ কাটাকে কেন্দ্র করে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কালিতলাপাড়া এলাকায় ছেলের দা-য়ের কোপে বাবা আফিল উদ্দীন (৬৫) নিহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আফিল উদ্দীন হাড়াভাঙ্গা গ্রামের কালিতলাপাড়া এলাকার মৃত ইদালীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালের দিকে বাঁশ কাটাকে কেন্দ্র বাবার সঙ্গে ছেলের সুজন আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুজনের হাতে থাকা দা দিয়ে বাবা আফিল উদ্দীনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছেন। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।